Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

আয় অপেক্ষা ব্যয় কিভাবে কমাবেন ? শুরু করুন লক্ষ্মীপূজার দিন থেকে…

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

আয় অপেক্ষা ব্যয় কিভাবে কমাবেন ? শুরু করুন লক্ষ্মীপূজার দিন থেকে

 শঙ্কর চক্রবর্তী,(newsbazar24)ঃ আপনার কি আয় অপেক্ষা বেশী খরচ হয়ে যাচ্ছে ? সংসারে অভাব লেগেই থাকছে ? মাথার ঘাম পায়ে ফেলে রাতদিন খেটেই চলেছেন। তবুও রোজগার করা টাকা কিছুতেই ধরে রাখতে পারছেন না। কোনও না কোনও ভাবে অভাব পিছু ছাড়ছে না। জেনে নিন কী করবেন, কী করবেন না।আর এই কাজগুলি লক্ষ্মী পূজার দিন থেকেই শুরু করতে পারেন । মা লক্ষ্মীকে মনে প্রানে ভক্তি সহ সাধ্যমত পুজা করে এই কাজ গুলো শুরু করুন।

১) বাড়িতে কখনও দুধ বা দুধ জাতীয় জিনিস খোলা অবস্থায় ফেলে রাখবেন না।

(২)এমনকী, ফ্রিজে দুধ রাখতে গেলেও ঢাকা দিয়ে রাখুন।

(৩)ঠাকুরকে ফুল দিয়ে পুজো করে অবশ্যই তা শুকিয়ে যাওয়ার আগে সরিয়ে দিন ঠাকুর ঘর থেকে। শুকিয়ে যাওয়া ফুল থেকে অশুভ শক্তি ছড়িয়ে পড়ে ঘরে।ফুল ডাস্টবিনে ফেলবেন না। নদি,পুকুরের জলে বা বেল,বট গাছের তলায় ফেলুন।

(৪)রোজ ভাল করে ঘরের প্রতিটি জিনিস পরিষ্কার করুন।

(৫)বাড়ির পূর্বদিকে  বটগাছ থাকলে, তা সেই পরিবারের জন্য খুব শুভ। এত পরিবারের আর্থিক অবস্থা ভাল হয়।

(৬)বাড়িতে তুলসী গাছ থাকলে, রাজ তা পুজো করা উচিত। কিন্তু কখনই বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ রাখবেন না।

(৬)কাঁটা যুক্ত গাছ ঘরে লাগাবেন না। ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে দারিদ্র্য ছড়িয়ে দেয়।

(৭)বাড়িতে যখন রুটি করবেন, তখন অবশ্যই প্রথম রুটিটা গরুকে খাওয়ান। দরকার পড়লে কুকুরকেও খাওয়াতে পারেন।

(৮)ঠাকুর ঘরের কাছাকাছি জুতো বা মোজা রাখবেন না। বরং ঘরে ঢোকার আগে জুতো খুলে নিন।

এইভাবে কিছুদিন মেনে চলুন। দেখবেন ফল পাবেন ।

এছাড়া  কিছু বাস্তুশাস্ত্র অনুযায়ী কয়েকটি জিনিস যদি আপনি নিজের মানি ব্যাগে রাখেন

তবে আপনার খরচ অনেকটাই কমে যেতে পারে।

(*) পাইপালের পাতা বিষ্ণুর আবাসস্থল বলে মনে করা হয়। এই পাতাটি সময় সময় পরিবর্তন করে রাখুন। এটি এমন স্থানে রাখুন যেখানে আপনি এটি দেখতে পাবেন না।

(*) টাকা বের করে কখনো টেবিলে রাখবেন না , অনেকের মতে এর ফলে লক্ষী চঞ্চল হয়ে ওঠে।

(*) আপনি যেই মানুষটিকে জীবনে খুব মেনে চলেন তার ছবি মানি ব্যাগের মধ্যে রাখুন ! সেটা কোনো ভগবানের ছবি হতে পারে কিংবা দীক্ষা নেওয়া গুরুর। দেখবেন তাদের আশীর্বাদে আপনার মনির ব্যাগ সব সময় অর্থে ভরে থাকবে ।

আরও পড়ুন- 

মা লক্ষ্মী কোন দ্রব্যগুলিতে বেশী খুশি হন ? কি ভাবে লক্ষ্মীকে করবেন প্রসন্ন ?

 

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

সম্পর্কিত খবর