Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

অমলেন্দু ভাদুড়ী স্মৃতি যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন হল।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

 কার্তিক পাল, newsbazar 24::মালদহ   জেলার বিশিষ্ট ব্যায়ামাচার্য অমলেন্দু ভাদুড়ীর স্মৃতি রক্ষার্থে এগিয়ে এলো মালদহ ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার এসোসিয়েশন‌। তাদের  উদ্যোগে অমলেন্দু ভাদুড়ী স্মৃতি যোগাসন কেন্দ্রের শুভ উদ্বোধন  হল বুধবার বিকেলে স্থানীয় পুরাটুলি সদরঘাটে‌। ফিতে কেটে এই প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মানিকচকের বিধায়িকা  সাবিত্রী মিত্র। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার কো-অর্ডিনেটর এবং ওই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অম্লান ভাদুরি ।এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ব্যায়ামবীর ও খেলোয়াড়েরা। এ বিষয়ে অম্লান ভাদুড়ী বলেন মালদহ জেলায় মালদহ ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার এসোসিয়েশন শরীরচর্চা যোগাসন এবং ব্যায়ামে জেলার যুবক-যুবতীদের উৎসাহ দিয়ে আসছেন দীর্ঘ প্রায় 18 বছর ধরে। তারা স্বর্গীয় অমলেন্দু ভাদুড়ীর নামে মিস্টার মালদা বডিবিল্ডিং প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছেন ।এবার তারা যোগাসন কেন্দ্রের উদ্বোধন করলেন এলাকার বিশিষ্ট সন্তান রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমানে বিধায়িকা সাবিত্রী মিত্রর হাত দিয়ে। আমি চাই  যাতে এলাকার  কিশোর-কিশোরীরা যুবক-যুবতী রা শরীর চর্চার মধ্য দিয়ে তাদের সুস্থ জীবন যাপন করতে পারে। সংস্থার সম্পাদক মিলন কুন্ডু জানান এই প্রশিক্ষণ কেন্দ্রে চার বছর থেকে শুরু করে যুবক-যুবতী এমন বৃদ্ধ-বৃদ্ধারা যোগাসনে প্রশিক্ষণ নিতে পারেন। যোগাসনের মধ্য দিয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সুস্থ শরীর সুস্থ থাকে এটা প্রমাণিত ।এছাড়াও তিনি জানান এই প্রশিক্ষণ কেন্দ্রে যোগাসন এবং বডি বিল্ডিং এর ট্রেনারদের একটি প্রশিক্ষণ শিবির হবে আগামীতে। এ ব্যাপারে রাজ্য স্তরের সংগঠনের সাথে আমাদের কথাবার্তা অনেকদূর এগিয়েছে‌

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

সম্পর্কিত খবর