ক্রীড়া ডেস্ক, ২৫ জুনঃ এবারের বিশ্বকাপ শুরুর আগে সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞরা ইংল্যান্ডকেই ফেভারিট হিসাবে মনে করেছিল। কারণ আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল তারাই। কিন্তু বর্তমানে পরপর তিনটি ম্যাচ হেরে বিশ্বকাপে দলের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হল। আজ তারা ঘরের মাঠে আবার মুখ থুবড়ে পড়ল । আগের ম্যাচের শ্রীলঙ্কার কাছে হার এবং দূর্বল পাকিস্তানের কাছে হার। এই দল যে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াইয়ে পারবে না সেটাই স্বাভাবিক ছিল। হলও তাই। বিশ্বকাপে ব্যাটে-বলে ব্যর্থ হয়ে অস্ট্রেলিয়ার কাছে ৬৪ রানে হারতে হল ইংল্যান্ডকে।
মঙ্গলবার লন্ডনের বিখ্যাত লর্ডসে টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে অস্ট্রেলিয়া। দুই ওপেনারই এই ম্যাচে ব্যাট হাতে সফল। এর পর আর কেউ বড় রান করতে পারেননি।
ডেভিড ওয়ার্নার ৬১ বলে ৫৩ রানে আউট হন। এর পর দলকে টানেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এই বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন তিনি। ১১৬ বলে ১১টি বাউন্ডারি ও দু'টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে্ ১০০ রান করেন তিনি। তবে সেঞ্চুরির পরের বলেই আউট হয়ে যান।
বিশ্বকাপে রেকর্ড পার্টনারশিপ ফিঞ্চ-ওয়ার্নারের। অস্ট্রেলিয়ার হয়ে এদিন ওপেনিংয়ে ১২৩ রান জুড়েছেন ফিঞ্চ-ওয়ার্নার। এই পার্টনারশিপের সুবাদে অজি জার্সিতে বিশ্বকাপের রেকর্ডবুকে নাম তুলে ফেললেন দু'জন।
এর পর উসমান খোয়াজা ২৩, স্টিভ স্মিথ ৩৮, গ্লেন ম্যাক্স ওয়েল ১২, মার্কাস স্তইনিস ৮, প্যাট কামিন্স ১ রান করে আউট হয়ে যান। ৩৮ রানে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি।
ইংল্যান্ডের হয়ে দু'টি উইকেট নেন ক্রিস ওকস। একটি করে উইকেট নেন জোফরা আর্চার, মার্ক উড, বেন স্টোকস ও মইন আলি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধসের মুখে পড়ে ইংল্যান্ড ব্যাটিং। ইনিংসের দ্বিতীয় বলেই রানের খাতা খোলার আগেই প্যাভেলিয়নে ফিরে যান জেমস ভিনস। আর এক ওপেনার জনি বেয়ারস্টো ২৭ রানে আউট হন। এর পর তিন ও চারে ব্যাট করতে নামা জো রুট ৮ ও ইয়ন মর্গ্যান ৪ রান করে ফিরে গেলে হাল ধরেন বেন স্টোকস। কিন্তু ভিতটাই তৈরি হয়নি। তাই স্টোকসের একার লড়াই কাজে লাগল না।
একদিকে উইকেট ধরে রান করে গেলেন বেন স্টোকস অন্য দিকে পর পর ফিরলেন জোস বাটলার ২৫, ক্রিস ওকস ২৬, মইন আলি ৬, আদিল রশিদ ২৫, জোফরা আর্চার ১ রান করে আউট হন। স্টোকস আউট হন ১১৫ বলে ৮৯ রানে। ৪৪.৪ বলে ২২১ রানে শেষ হয়ে যান ইংল্যান্ডের ইনিংস।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সফল জেসন বেহেনড্রফ ও মিচেল স্টার্ক। বেহেনড্রফ পাঁচ উইকেট নেন ও স্টার্ক নেন চার উইকেট। একটি উইকেট নেন মার্কাস স্তইনিস। অস্ট্রেলিয়া এই জয়ের সঙ্গে অনেকটাই এগিয়ে গেল সেমিফাইনালের দিকে।
অস্ট্রেলিয়া দল ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খোয়াজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্তইনিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, জেসন বেহেনড্রফ।
ইংল্যান্ড দলঃ জেমস ভিনস, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জোস বাটলার, মইন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।
Post your comments about this news