মালদা জেলায় আংশিক লকডাউন চললেও অসংখ্য মানুষ এখনও সচেতন নয়। গ্রামের কথা আর কি বলবো ? ইংরেজ বাজার শহরের বেশ কিছু দোকান সরকার নির্ধারিত সময়ের পরেও অনেক্ষন খোলা থাকছে। রথবারি বাজারের লালকুটি এলাকায় মাংসের দোকান দুপুর পর্যন্ত যেমন খোলা থাকছে, তেমনই সুকান্ত মোড় ,ঝলঝলিয়া বাজারে অনেক সবজি ফলের দোকান রাত ৯ টা পর্যন্ত খোলা থাকছে। পাড়ার মুদির দোকান দার গুলো তো নিজে কে মাতব্বর ভাবেন। মুখে মাস্ক নেই, থাকলেও গলায়। সানিটাইজার দোকানে আছে কিন্তু বিক্রির জন্য , খদ্দের বা দোকানদারের নিজের ব্যবহারের জন্য নয়। মুখ্যমন্ত্রী সরকার রেজিস্টার্ড ক্লাব গুলোকে এই বিষয় গুলো দেখার জন্য বার বার বলছেন। কিন্তু কে কার কথা শোনে ? সন্ধ্যার পর পাড়ায় পাড়ায় আড্ডা, চায়ের দোকানে আড্ডা।
সাধারণ টাটা সুমো ধরনের গাড়ী আসতে দেখলেই পুলিশের গাড়ী ভেবে ছুটে পালানো বা লুকিয়ে যাওয়া। এই তো চলছে চোর পুলিশ খেলা । আমাদের কাছে শহরের আতঙ্কিত মানুষরা দোকান দারদের ছবি তুলে পাঠাচ্ছেন । বলছেন থানায় ফোন করে কাজ হচ্ছেনা । আপনারা কিছু করুন । আমরাও বলছি! দেখছি , সত্যি কথা বলতে কি ,পুলিশ আর কত করবে ? মার্চ মাস থেকে ঝুকি নিয়ে কাজ করে চলেছে। তাঁদেরও পরিবার আছে। বাড়ি থেকে বেরনোর সময় আদরের বাচ্চাটি রোজ বলে বাবা তারাতারি এসো । ডিউটি করার সময় পুলিশদেরও সেই বাচ্চাটির কথা মনে পরে।
আমরা বলতে পাড়ি না এই সব মাতব্বর দোকানদারের চাপকানো উচিৎ । আমরা বলতে পারি সাধারণ মানুষ প্রতীবাদ করুন। সময়ের পর দোকান যাওয়া বন্ধ করুন। যে দোকানদারের মুখে মাস্ক নেই , তাকে দেখিয়ে অন্য দোকান থেকে মাল কিনুন। কারন পুলিশ ইচ্ছে থাকলেও আর করবে কিনা আমরা জানি না ? আগেও বলেছি কোনটা কড়াকড়ি আর কোনটা বারাবারি পুলিশ এখন আর বুঝতে পারছে না।
এক নজরে জেনে নিনি আজ শহরে কোন কোন এলাকায় করোনায় আক্রান্ত্র কত জন ঃ-
১) বাড়ি-সূর্যসেন পল্লী,ওয়ার্ড-২৬
থানা-ইংলিশ বাজার,জেলা-মালদা
পেশা-স্টুডেন্ট
২) বাড়ি-বাসবাড়ি(গোসাই ঘাট)
ওয়ার্ড নম্বর-১৪
থানা-ইংলিশ বাজার,জেলা-মালদা
পেশা-রথবাড়ি বাজারে দোকান আছে।
৩) বাড়ি-কালিতলা প্রথম লেন
ওয়ার্ড নম্বর-১০,
থানা-ইংলিশ বাজার ,জেলা-মালদা
পেশা-হেলথ ডিপার্টমেন্ট মালদা কলেজ হসপিটাল
৪) বাড়ি-রবীন্দ্র ভবন মোর,ওয়ার্ড-৩
থানা-ইংলিশ বাজার,জেলা-মালদা
পেশা-গৌর বঙ্গ ইউনিভারর্সিটি তে সার্ভিস ,
৫) বাড়ি-সূর্য সেন পল্লী,ওয়ার্ড-২৬
থানা-ইংলিশ বাজার,জেলা-মালদা
পেশা-হাউস ওয়াইফ
৬) ওয়ার্ড- দেশবন্ধু পাড়া, ওয়ার্ড-২৬
পোষ্ট _ ঝালঝালিয়া
থানা_ ইংলিশ বাজার
মালদা।
হোম থিয়েটার এর দোকানে কাজ করে।
৭) গ্রাম-নিমাই সারা, . অঞ্চল-- কোতোয়ালি। মালদা ফরেস্ট ডিপার্টমেন্ট এ কর্মরত।
৮)ডিএম. বাংলো স্টাফের পরিবারের সদস্য
বাড়ি - অরবিন্দ পার্ক, ওয়ার্ড নং -25
৯) বাড়ি-হায়দারপুর,ওয়ার্ড-১৯
থানা-ইংলিশ বাজার,জেলা-মালদা
পেশা-রিটারমেন্ট শিক্ষক
Post your comments about this news