Newsbazar 24: সারা ভারত মাতুয়া মহা সংঘের পক্ষ থেকে এদিন সোমবার প্রায় বারোটা নাগাত এদিন হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মাতুয়া মহা সংঘের তরফে এক মিছিল বের করা হয়। এই মিছিলে শ্লোগান ছিলো একটাই আমরা কারা বাস্তু হারা,আমরা কারা মাতুয়ারা। এই শ্লোগান কে সামনে রেখে বুলবুলচন্ডী এলাকায় বুলবুলচন্ডী জি এস বিদ্যামন্দির পযন্ত মিছিল করে গিয়ে দুয়ারে সরকার মাধ্যমে মুখ্যমন্ত্রী কাছে তাদের আবেদন পত্র তুলে দেন ।এদিন ঐ সংগঠনের পক্ষে মানস মজুমদার বলেন ভারতবর্ষ স্বাধীনতার হওয়ার পরেই ওপার বাংলা থেকে যারা নিজের অধিকার ছেড়ে দিয়ে এপার বাংলা য় এসেছিল তাদের এখনো কোন সঠিকভাবে তাদের নিজস্ব দলিল বা সঠিক বাসস্থান পায়নি উদ্বাস্তু হয়ে রয়েছে ।তাই পশ্চিম বঙ্গ সরকারের দুয়ারে সরকার কর্মসূচীর মাধ্যমে নিজেদের সঠিক ঠিকানা বা নিজেদের জায়গা নিতে মূখ্যমন্ত্রী কাছে তাঁদের আবেদন প্ত্র তুলে দেন।
মালদা
Post your comments about this news