মালদা, ২৬ জুনঃ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন করা হল গোটা মালদা জেলা জুড়ে। এই মর্মে বুধবার পুরাতন মালদার চন্দ্রমোহন হাই স্কুলের উদ্যোগে এবং 44 নম্বর ব্যাটালিয়নের সহযোগিতায় এক প্রভাত ফেরীর আয়োজন করা হয়েছিল। স্কুল প্রাঙ্গণ থেকে এই প্রভাত ফেরী বের হয়ে গোটা মুচিয়া অঞ্চল পরিক্রমা করে। প্রভাত ফেরীর মাধ্যমে মাদক সেবন বর্জন নিয়ে সচেতনতা করা হয় সাধারণ মানুষকে। মিছিলে চন্দ্রমোহন হাই স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী এবং মালদার সমাজ সেবি সঞ্জিত মিশ্র সহ অন্যান্যরা।
মালদা
Post your comments about this news