Newsbazar 24 : মালদা জেলায় করোনার প্রভাবে রক্তের সংকট চলছে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্কএ রক্তের ভাঁড়ার শূন্য। এই সংকটময় পরিস্থিতিতে এগিয়ে এল মালদহের উত্তর বালুচরের ৯এর পল্লী সার্ব্বজনীন দুর্গোৎসব সমিতি। এদিন ঐ সংগঠনের পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়ীজন করা হয়। এখানে মোট ২৮ জন সদস্য রক্তদান করেন।
Post your comments about this news