newsbazar24 : ২১ এর ফেব্রুয়ারি বাজেট ঘোষণার পর ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। একধাক্কায় ২৫ টাকা মূল্যবৃদ্ধি। উপরন্তু জ্বালানী তেল পেট্রোল-ডিজেলের দামও রেকর্ড পরিমান বৃদ্ধি । ফলে স্বাভাবিকভাবেই পকেটে টান পড়ার চিন্তায় আমজনতার কপালে ভাঁজ।উল্লেখ্য, গত মাস পর্যন্ত ৭২০ টাকা ৫০ পয়সা ছিল রান্নার গ্যাসের দাম। তবে বৃহস্পতিবার থেকে লাগু হল নয়া মূল্য। অর্থাৎ এবার ৭৪৫ টাকা ৫০ পয়সা দিয়ে রান্নার গ্যাস কিনতে হবে সাধারণ মানুষকে। উল্লেখ্য, এর আগে গতবছর ডিসেম্বর মাসে তিন দফায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি হয়েছিল।এদিকে ৫ কেজি সিলিন্ডারের দাম বর্তমানে দাঁড়াল ২৭৫.৫০ টাকা। অন্যদিকে, বাণিজ্যিক ১৯.২ কেজি গ্য়াস সিলিন্ডারের দাম কলকাতায় হয়েছে ১৫৯৮.৫০ টাকা।
Post your comments about this news