Newsbazar 24, ১৬ই জুনঃ নতুন করে ২ জন করোনা আক্রান্তের হদিশ মিলল দক্ষিণ দিনাজপুর জেলায়। আক্রান্তদের বাড়ি বংশীহারী ব্লকের রাংগাপুর এলাকায়। বংশীহারী ব্লকে এই নিয়ে সংখ্যা বেড়ে দাড়াল ২০। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এই দুই জন দিল্লি থেকে এসেছিলেন বলে জানা গেছে। এই ২ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১ জন। আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন । রবিবার মোট ১৪ জন পজিটিভ পজিটিভ হবার খবর মিলেছিল। এদিনও মালদা মেডিক্যাল কলেজ থেকে ওই দুজনের কোভিড পজেটিভ হবার খবর মিলেছে। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ৮১ জন আক্রান্তের মধ্যে ৪০ টি অ্যাক্টিভ কেস রয়েছে বর্তমানে।
Post your comments about this news