ডেস্ক, ২৫ জুলাইঃ মোবাইল ফোন চার্জিং অবস্থায় কথা বলতে গিয়ে ওই মোবাইল ফোন ফেটে মৃত্যু হয়েছে এক যুবতীর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটনাটি দুর্গাপুরের বেনাচিতি এলাকার। এলাকায় শোকের ছায়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম রিয়া বন্দ্যোপাধ্যায়(২২)। রিয়ার বাড়ি বেনাচিতির দেশবন্ধু নগরে। মোবাইল ফোন চার্জে বসিয়ে হেডফোন লাগিয়ে কথা বলছিল সে। সেই সময় ফোন ফেটে যায়, আগুন লাগে। সেই আগুনে পুড়ে যায় ঘরের বেশ কিছু জিনিস। দুপুরে ঘরে একাই ছিল রিয়া। তখন এই ঘটনা ঘটে। পরে আশেপাশের লোক জানতে পেরে গুরুতর আহত অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। তবে ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। হাসপাতালেই রিয়ার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
বীরভূম -বর্ধমান
Post your comments about this news