কার্ত্তিক পাল,Newsbazar 24: করোনা আবহে মালদহ জেলায় এবারের শীতের মরসুমে বনভোজনের উপর নিষেধাজ্ঞা জারী করল ইংরেজবাজার থানার পুলিশ। ইংরেজবাজার থানা পুলিশের পক্ষ থেকে আজ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “প্রতিবছর শীতের মরশুমে ইংরেজবাজারের পিয়াসবাড়ি, গৌড়, মহদীপুর ও সাগরদিঘির মতো স্থানগুলিতে বনভোজন বা পিকনিক করার একটা স্বাভাবিক প্রবণতা দেখা যায়। বর্তমান করোনা আবহে উক্ত স্থানগুলি ছাড়াও ইংরেজবাজার থানার যে কোনো স্থানে বনভোজন বা পিকনিকের আয়োজন করা অথবা সেই উপলক্ষ্যে যে কোনো ধরণের জমায়েত সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।”
ইংরেজবাজার থানার আই সি মদনমোহন রায় জানিয়েছেন যে আমাদের থানার পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । তিনি আরও জানান, করোনা সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Post your comments about this news