চিত্য নস্কর, ক্যানিং,news bazar24 ঃ মৎস্যজীবীর মাথা ছেড়ে গোটা শরীর খেয়ে নিলো মানুষ খেকো বাঘ। জঙ্গলে পড়ে রইলো খালি মুণ্ডু । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার ঝিলা জঙ্গলের বানতলা খালে। বাঘে নিয়ে যাওয়া ওঁই মৎস্যজীবীর নাম সুশান্ত মণ্ডল (৫৬)।
রবিবার সকালে সুন্দরবনের গোসাবার লাহিড়ীপুরের চড়ঘেরি ও বিধানপল্লী এলাকার সুশান্ত, শিবপদ বিশ্বাস, ধরণী মণ্ডল ও কমলা হাউলি— এই ৪ জনের একটি দল সুন্দরবনের ঝিলা জঙ্গলের বানতলা খালে গিয়েছিল কাঁকড়া শিকার করতে। তাঁরা কাঁকড়া ধরার তোড়জোড় শুরু করতেই, পেছন দিক থেকে একটি বাঘ আচমকা তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। নৌকো থেকে তুলে নিয়ে যায় সুশান্তকে। এর পর বাকি সঙ্গীরা বাঘটিকে ধাওয়া করেন। কিছুটা যেতেই অন্য একটি বাঘ তাঁদের নিশানা করে। ফলে ভয়ে পিছু হটেন।
নৌকোয় এলাকায় ফিরে সবাইকে বিষয়টি জানান। খবর পাওয়া মাত্র সুশান্তর সন্ধানে জঙ্গলে যান গ্রামবাসীরা। সুশান্তর বাঘের মুখে পড়ার খবর পেতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। এদিকে বন দপ্তরের খবর, দলটি বৈধ অনুমতিপত্র ছাড়াই সুন্দরবনের জঙ্গলে ঢুকেছিল কাঁকড়া ধরতে। অসমর্থিত সূত্রে খবর, ওই মৎস্যজীবীর মুণ্ডহীন দেহ দুপুরে উদ্ধার হয়েছে। যদিও খবরের সত্যতা জানা যায়নি। গ্রামবাসীদের অভিযোগ, নোনা জলে কাঁকরা আর চিংরি ধরেই যাদের জীবন, তাঁদের বন্য জন্তুর থেকে নিরাপত্তা দেবার কোন ব্যবস্থা নেই ।
আরও পড়ুন-
মন ভালো রাখতে করোনা রোগীদের স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহার করতে দেওয়া হোক, নির্দেশ কেন্দ্রের
Post your comments about this news