দেবব্রত দত্ত,news bazar24: একদিনে ৫১ হাজার ৯৬০টি ফিনাইল বোতল তৈরি করে ইতিহাস গড়ল বেঙ্গল কেমিক্যালস । সংস্থার ১২০ বছরের ইতিহাসে একদিনে ফিনাইল উৎপাদনে এই প্রথম বেঙ্গল কেমিক্যালস রেকর্ড করল। উল্লেখ্য, রবিবার ২৩ আগস্ট ওই প্রতিষ্ঠানের পানিহাটির কারখানায় ৫১ হাজার ৯৬০টি বোতল ফিনাইল তৈরি হয়েছে। এই প্রসঙ্গে সংস্থার কর্মীদের অভিমত, করোনা–আবহে ফিনাইলের বিপুল চাহিদা তৈরি হওয়ায় সংস্থা বেশী পরিমাণ ফিনাইল প্রস্তুত করার উদ্যোগ নিয়েছিল। করোনা পরিস্থিতির আগে দিনে ১৫ হাজার বোতল তৈরি হত। পরে তা বেড়ে হয় ৩৮ হাজার। রবিবার আগের সব রেকর্ড ভেঙে দিল। সংস্থার এমডি পি এম চন্দ্রাইয়া, বিপণন বিভাগের প্রধান বিপ্লব দাশগুপ্ত জানান মানুষের চাহিদার কথা ভেবে ২০ অক্টোবর পর্যন্ত সমস্ত রবিবার ও অন্যান্য ছুটির দিনে পূর্ণোদ্যমে কাজ চলবে। কর্মীরাও এই বিষয়ে এক মত হয়েছেন। বলাবাহুল্য, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যালস তাঁদের যে কোন উদপাদিত পণ্যর গুনগত মান ধরে রেখেছে। আর মানুষের চাহিদার কথা ভেবে বাজারের যোগান রাখার চেষ্টা সব সময় করে। চলতি বছরে জুলাই মাসে ৩৮ হাজার ফিনাইলের বোতল তৈরি করেছিল এক দিনে। কিন্তু সম্প্রতি উৎপাদনের রেকর্ড সবকিছু ছাপিয়ে গিয়েছে।
ফিনাইল, ক্যান্থারাইডিন হেয়ার অয়েল, ন্যাপথলিন, অগরু, কালমেঘ–সহ অন্যান্য জিনিস অত্যন্ত জনপ্রিয়। এগুলির গুণমানও উৎকৃষ্ট। মাঝে বেশ কিছু বছর লোকসানে চলছিল। তবে গত তিন বছর পরিস্থিতি পাল্টে গিয়েছে। এখন লাভের মুখ দেখেছে ওই প্রতিষ্ঠান। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এই ঐতিহ্যবাহী সংস্থাকে বিলগ্নীকরণের চেষ্টা করছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সেখানকার সব শ্রমিক সংগঠন। তার কারণ বিজ্ঞানসাধক প্রফুল্লচন্দ্র রায়ের তৈরি এই প্রতিষ্ঠানটির কর্মী–আধিকারিকেরা নিরলস পরিশ্রম করে চলেছেন। শুধু তাই নয়, বিশ্বেও এই সংস্থার নাম রয়েছে। দেশ এবং বাংলার গৌরব বেঙ্গল কেমিক্যালস।
Post your comments about this news