প্রলয় চক্রবর্তী, ( newsbazar24) ঃ সেনসেক্স (Sensex) পেরিয়ে গেল ৫০ হাজারের চৌকাঠ। ঢুকে গেল ইতিহাসে। ট্রাম্প-আমল শেষ হয়ে আমেরিকায় বাইডেন-যুগ শুরু হওয়ার মুখে আবারও উত্থান শেয়ার বাজারে।
তবে এবারের এই বৃদ্ধি আক্ষরিক অর্থেই ঐতিহাসিক। এই প্রথম 'বম্বে স্টক এক্সচেঞ্জে'র (National Stock Exchange) সূচক এই ৫০ হাজারের অঙ্ক পেরল। বৃহস্পতিবার বাজার খুলতেই ৫০ হাজারের উপরে চলে গেল সেনসেক্স। ন্যাশনাল নিফটি (Nifty)ও চলে গেল ১৪ হাজার ৭০০ অঙ্কের উপরে।
করোনা, লকডাউনের ধাক্কা কাটিয়েও শেয়ার বাজার যে এই নজিরবিহীন উচ্চতায় পৌঁছে গেল, তাতে খুশির হাওয়া বিজনেস-ওয়ার্ল্ডে।
Post your comments about this news