News bazar24: লকডাউন আর হচ্ছেনা। হলেও হয়ত কেও মানবে না। তবে করোনা মোকাবিলায় ফের কন্টেনমেন্ট জোন চালুর করার পথে হেটে ফেললো কেন্দ্রীয় সরকার।আর আজ বুধবার জারি করা হল সেই বিষয়ের নয়া গাইডলাইনও। কেন্দ্রের কড়া নির্দেশ, কন্টেনমেন্ট জোনে জরুরি কাজকর্ম ছাড়া আর কিছুই করা যাবে না। বিশেষ দল গঠন করে নজরদারি চালাতে হবে বাড়িতে বাড়িতে।
বলা বাহুল্য, যতদিন যাচ্ছে, আক্রান্তের সংখ্যাও যেন ততই বাড়ছে। এরইমধ্যে আনলকের প্রক্রিয়াও জারি রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্কুল-কলেজ খোলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, জনজীবন কার্যত স্বাভাবিকই। সড়কপথেও সচল পরিবহণ, চলছে মেট্রো, এমনকী লোকাল ট্রেনও। গত মাসে আনলক সিক্স না করে আনলক ফাইভের গাইডলাইনই বহাল রাখা হয় আরও একমাস। ফলে আনলক ফাইভের গাইডলাইন বহাল রয়েছে এখনও। যার নয়া বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা ছিল ৩০ নভেম্বর।কথা ছিলো আনলক সিক্স এর বিজ্ঞপ্তি জারি হওয়ার । কিন্তু করোনার গাড়ি ফের রিভার্স নিলো । বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রের নয়া গাইডলাইন যদি কার্যকর করতে হয়, তাহলে রাজ্যে আবার চালু হবে কন্টেনমেন্ট জোন। ফলে থমকে যেতে পারে জনজীবন ।
Post your comments about this news