মালদা, ১৬ই জুলাইঃ মালদাঃ- উত্তর মালদা আইএনটিটিইউসির পক্ষ থেকে চাচল ডিভিশন মহকুমা শাসককে ডেপুটেশন। মানব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় হাজার চারেক শ্রমিক সংগঠনের সদস্যদের নিয়ে এলাকা ঘুরে বিক্ষোভ মিছিল করার পর চাচোল মহকুমা শাসক সব্যসাচী সেনের হাতে দাবি পত্র তুলে দেওয়া হয়।
চাচোল সাব ডিভিশন এর বিভিন্ন সরকারি শ্রমদপ্তর ও পরিবহণ দপ্তরের বিভিন্ন অফিসে দালাল চক্র, তোলাবাজি, কর্মীদের অনিয়ম, গরিব মানুষকে হেনস্তা, শ্রমিকদের অসহযোগিতা , ন্যায্য অধিকার না দেওয়া, শ্রমিকদের সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা সহ একাধিক অভিযোগে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় । তৃণমূল শ্রমিক সংগঠনের মালদা জেলাসভাপতি মানব বন্দ্যোপাধ্যায় জানান, উক্ত অভিযোগের ভিত্তিতে অভিযোগ পত্র মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হয়। আগামী দিনে তাদের দাবি যদি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
Post your comments about this news