Newsbazar 24 - ৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দাদু নাতনির। শনিবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর কালিয়াচক থানার জালালপুর স্ট্যান্ডএর কাছে ঘটনাটি ঘটেছে। স্রহানীয় সূত্রে জানা যায় দাদুর নাম হরি বলা সাহা বয়স ৫১ বছর ও নাতনির নাম ববি সাহা বয়স ২৬ বছর। পুলিশ ইতিমধ্যে ঘাতক ডাম্পারটিকে আটক করলেও চালক...